শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

আনোয়ারায় ভুল চিকিৎসায় কিশোরের মৃত্যু, পালালেন চিকিৎসক ও নার্স

প্রকাশ: ৯ এপ্রিল ২০২৫ | ৫:২১ অপরাহ্ণ আপডেট: ৯ এপ্রিল ২০২৫ | ৫:২১ অপরাহ্ণ
আনোয়ারায় ভুল চিকিৎসায় কিশোরের মৃত্যু, পালালেন চিকিৎসক ও নার্স

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় মোহাম্মদ ইফতেখার (১৪) নামে এক কিশোরের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই হাসপাতাল থেকে পালিয়ে যান চিকিৎসক ও নার্স।

বুধবার (৯ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

নিহত ইফতেখার উপজেলার হাইলধর ইউনিয়নের মাইঝপাড়া গ্রামের মোহাম্মদ ইসহাকের ছেলে। পরিবারের অভিযোগ, শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি করা হলে ইনজেকশন পুশ করার পরই ছেলেটি মারা যায়।

“ইনজেকশন দেওয়ার পরই কাঁপতে কাঁপতে মারা যায়”

নিহতের বাবা মোহাম্মদ ইসহাক বলেন, “আমার ছেলেকে শ্বাসকষ্টের চিকিৎসা করাতে হাসপাতালে আনি। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী নার্স ইনজেকশন পুশ করার পরপরই সে কাঁপতে কাঁপতে মুখে ফেনা তুলে মারা যায়। এটি স্পষ্টত ভুল চিকিৎসা ও অবহেলা।”

প্রত্যক্ষদর্শী মো. আরমান জানান, “ইফতেখার নিজেই হেঁটে হাসপাতালে আসে। ইনজেকশন দেওয়ার পরই তার মৃত্যু হয়।”

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশু বিশেষজ্ঞ ডা. রুবেল কিশোরকে ভর্তি করার পর তার দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী নার্স ইনজেকশন দেন। এরপরেই কিশোরের অবস্থার অবনতি ঘটে এবং সে মারা যায়। ঘটনার পর ডা. রুবেল ও ইনজেকশন দেওয়া নার্স হাসপাতাল থেকে পালিয়ে যান।

তদন্তের আশ্বাস

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি শিশু ওয়ার্ডে যাই। ইফতেখার পূর্বেও শ্বাসকষ্টের চিকিৎসা নিয়েছিল। মৃত্যুর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা।

সম্পর্কিত পোস্ট