প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১১, ২০২৫, ৬:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩১, ২০২৫, ৫:৪৫ অপরাহ্ণ
নিষেধাজ্ঞা অমান্য করে সোমেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, ৭ জনকে জেল-জরিমানা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে নিষেধাজ্ঞা অমান্য করে সোমেশ্বরী নদী থেকে বালু চুরির দায়ে ৬ জন লড়ি গাড়ি চালককে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও আরও একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জব্দ করা হয় প্রায় ৬০০ ফুট বালু।
শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাভিদ রেজওয়ানুল কবীর। পরে তিনি বালু চুরির দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন,ধোবাউড়া উপজেলার গামারীতলা এলাকার মমিন আহমেদ (২০), একই উপজেলার জারিপপাড়া এলাকার সোহাগ মিয়া (২২), জিগাতলা এলাকার মো. হাকিম (২২), লঙ্গলজোড়া এলাকার মো. শরিফুল ইসলাম (২২), গৌরিপুর এলাকার মো. এনামুল হক (২৬) ও কৃষ্ণাপুর এলাকার আলমগীর হোসেন (২৪)।
জানা গেছে,নিষেধাজ্ঞা অমান্য করে সোমেশ্বরী নদী থেকে বালু চুরির মহোৎসব চলছিল। এরই মধ্যে আজ শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে সোমেশ্বরী নদীর বিজয়পুর এলাকা থেকে বালু চুরির খবরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাভিদ রেজওয়ানুল কবীর। এ-সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে লড়ি চালক মমিন আহমেদকে ৩ দিনের,সোহাগ মিয়া ও হাকিম মিয়াকে ৭ দিনের,শরিফুল ইসলামকে ২০ দিনের, এমদাদুল হক ও আলমগীর হোসেনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়াও মানিক মিয়া নামের এক জনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর প্রতিবেদককে বলেন,সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে এরকম তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৭ জনকে আটক করা হয়। পরে ৬ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয় ও ১জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সরকারি সম্পদ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2024 News Asia TV. All rights reserved. সর্বস্বত্ব সংরক্ষিত © নিউজ এশিয়া.টিভি ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পুর্ণ বে-আইনি...