প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫ | ৯:৩১ অপরাহ্ণ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ | ৯:৩১ অপরাহ্ণ


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:: এসো বন্ধু প্রাণের টানে’ স্লোগানকে ধারণ করে ২০০০ ব্যাচ ‘উৎসবে যাত্রা’ পুনর্মিলনী অনুষ্ঠিত হলো।
বন্ধুত্ব শুধু একটি শব্দ নয়, শুধু একটি সম্পর্ক নয়, এটা একটা নিরব প্রতিশ্রুতি। আমি ছিলাম, আমি আছি এবং আমি থাকবো জীবনের শেষ দিন পর্যন্ত। এই প্রতিপাদ্য বিষয় নিয়ে এসএসসি পরীক্ষার ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ২০০০ ব্যাচ রজত জয়ন্তী উৎসব পালন করা হয়েছে নেত্রকোনা দুর্গাপুর বিজয়পুর চিনামাটির পাহাড়ে।
শুক্রবার সারাদিনের কর্মসূচিতে ছিল সকালে খিচুড়ি খেয়ে পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা ফুটবল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দুপুরের খাবার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
রজত জয়ন্তী উৎসবে পুনর্মিলনীর প্রোগ্রাম এ পরিকল্পনায় ছিলেন মোঃ হারুন, মোঃ ইউনুছ, মোঃ রুবেল, মোঃ আলিউল আজিম, তোফাজ্জল হোসেন তালুকদার, মোঃ রফিকুল হাসান (রফিক), দেওয়ান মোহাম্মদ সাহিন ও মোঃ লেলিন এ ছাড়াও সকল বন্ধুগনের অংশগ্রহণে সুন্দর ভাবে শেষ হয়েছে।